Friday, August 12, 2016

টিপ টিপ বৃষ্টি TIP TIP BRISHTY MEDLEY - TAPOSH feat TONMOY TANSEN

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও



বন্ধু তুমি থাকো যদি পাশে

বসে রবো নিরালায়

মন যে কখন দিয়ে দেব

তোমার ঐ চোখের ইশারায়

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে, (x2)



যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি

মিছেমিছি অভিমানে চোখে এলো পানি (x2)

যেওনা তুমি অবেলায় দূরে কোন অজানায় যেখানে আমি নাই,(x)



তোমায় আমি খুঁজি

খুঁজি আপন মনে

স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে (x2)

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে,

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি,



এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

4 comments:

Unknown said...

I love this song

Unknown said...

I love this song

Unknown said...

I love this song

Unknown said...

❤valobasha obiram eii gaantir jnnw❤

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator