Friday, August 12, 2016

Fossils - Ekla Ghor (একলা ঘর) Lyrics

এই  আমার দেশ 
আমার একলা থাকার অভ্যেস 
আমি কিছুতেই ভাববনা তোমার কথা 
বোবা টেলিফোনের পাশে বসে 
তবু গভীর রাতের অগভীর সিনেমায় 
যদি প্রেম চায় নাটুকে বিদায় 
আমি আচ্ছন্ন হয়ে পরেছি আবার 
দেখি চোখ ভিজে যায় কান্নায় 

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে! 

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি 
খুঁজে ফিরি লক্ষ্য আমার 
পাল্টাচ্ছে না এই অবস্থাটা 
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলছি আবার 
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় 
জানালার কাছে তুমি দেখতে পাবে কি 
নাকি ঝাপসা দেখো বর্ষায় 

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে ...

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!
তোমাকে ... তোমাকে ... সেই তোমাকে

Bangla Band: Fossils
Song Name: Ekla Ghor

DOWNLOAD LINK : http://www.mediafire.com/download/4zkv5py193m9fb4/EKLA+GHAR-FOSSILS%282%29.mp3

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator