Sunday, August 14, 2016

Tumi Emon keno By Rong

তুমি এমন কেন বলো , এমন কেন বলো
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো........ ..!

যদি বলো আমায় এনে দেবো তোমায়
রাতের চন্দ্র তোমার হাতে
যদি বলো আমায় তারা দিয়ে মালা
পরিয়ে দেবো তোমার গলায়
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো

বন্ধু করে কাছে নিয়েছো
দাওনি কেন স্থান মনে
কেটে যায় হাসি খুশি দিন গুলো
তবু কেন আমার মনে জ্বালা
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো ।।

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator