Sunday, August 14, 2016

Akash Mati By Rajib

আকাশে তোমায় রাখি
মাটিতে তোমায়
ভিতর বাহির কাছে দুরে
যতনে রাখি তোমায় ।।

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে

দুঃখের জলে ভাসলে নদী
তীর ভাঙে মনে
তবু তুমি দিবানিশী
থাকো যে গোপনে

তুমি ছাড়া বল কে আর
আছে গো এমন

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ

দুঃখের বানে স্বপ্ন ভাঙে
আশা তবু মনে
রবে তুমি চিরদিনই
জীবন ও মরনে
তুমি ছাড়া বল কারে
বোঝে আমার মন

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে।

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator