Sunday, August 14, 2016

Anmone 2 By Aurthohin

আবার ফিরে পাই 
পুরোনো স্মৃতি নতুন গানে 
স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি
কেটে গেছে যে কত মুহূর্ত 
তোমায় ভেবে 
ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে
 কি আমায় খোঁজো এখনও 
আবার খুঁজে যাই 
তোমার সেই হাসি আনমনে 
কত রাত নির্ঘুম কাটে 
তোমায় ভেবে 
আকাশে যখন মেঘের ঘনঘটা
 তাকিয়ে থাকি আমি 
হয়ত বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর 
 মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে 
কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো 

1 comments:

স্বপ্নের ব্যবচ্ছেদ said...

https://www.youtube.com/watch?v=3I3l-x93kOY

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator