Sunday, August 14, 2016

Tomake Bhebe Lekha - তোমাকে ভেবে লেখা

মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।।
মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।। - See more at: http://www.lyricsbangla.com/lyrics-181.html#sthash.MJn3MXrT.dpuf
মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা । - See more at: http://www.lyricsbangla.com/lyrics-181.html#sthash.MJn3MXrT.dpuf

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator