Tuesday, August 16, 2016

এই যে Ei Je By Stoic Bliss

কতদিন কেটে গেল তোমায় না দেখে
কতরাত পার হল তোমায় পাশে না পেয়ে
মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম
কত ভালোবাসি তোমাকে
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পরে যায় মেইন স্ট্রিটে প্রথম
ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
জানালার পাশে যখন রাগ করে কাঁদতে
বুঝতে পারিনি জমে কত রাগ সেই বুকে
সময়ের কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম
দেখতে আমার আদর কিভাবে
জড়িয়ে তোমায় হৃদয়ে রেখে
কষ্টগুলো মুছে দিয়ে
তুমি আমার ভোরেরই আলো
তোমাকেই টেনে নিয়ে
সুর তোমার কাগজে লিখে
সাজিয়েছি কবিতায় কবিতায়
জোছনা রাত আর সব কিছু
আজ তোমার সেই প্রতিক্ষায়
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পরে যায় মেইন স্ট্রিটে প্রথম
ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
Yay She Is The One
She Is That One Of A Kind
She Is In My Dreams In My Soul In My Mind
Inspite She is So Close She Is So Far Away
Yay She Is The One She Is That One Of A Kind
কেঁদো না দেখ এই যে আমি
হাত তোমার ধরে রেখেছি
আপ্পি তুমি আমার আপ্পি
চোখ খুলে দেখ
এই যে……



শিরোনামঃ এই যে আমি
কন্ঠঃ কাজী
ব্যান্ডঃ Stoic Bliss
অ্যালবামঃ কল্পনার বাইরে

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator