সবার জন্য ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য লিখছো যে গান
আমায় নিয়ে লিখবে কবে?
কবে তোমার গল্প মাঝে
আমায় নিয়েও কথা হবে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়
সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়
সবার পদ্যে থাকছো তুমি
আমার চোখের সামনে দিয়ে
আমার মনের কল্পনাতে
নাচবে কবে আমায় নিয়ে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য লিখছো যে গান
আমায় নিয়ে লিখবে কবে?
কবে তোমার গল্প মাঝে
আমায় নিয়েও কথা হবে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়
সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়
সবার পদ্যে থাকছো তুমি
আমার চোখের সামনে দিয়ে
আমার মনের কল্পনাতে
নাচবে কবে আমায় নিয়ে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে
0 comments:
Post a Comment