Sunday, August 14, 2016

Dure Dariye - দুরে তুমি দাড়িয়ে

দুরে তুমি দাড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা বলতে আজ
পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাডিয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পারে হাত
ধরে দেখছো সূর্য
ডোবা আমি নেই
এখোনো বৃষ্টি পড়ে তোমার
মাঝে সেই বৃষ্টির
ফোটা আমি নই।
জানালার
পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে সেখ
এখোনো বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে য
পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার
কাছে আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ
কাঁদবো না হয়তো দু'এক ফোটা
তবুও বলবো না ভালো বাসি
কোন এক ছোট
মিথ্যা মুছে দিয়েছে স-সব আমার
আমার দেওয়া ঘড়ি, সময়
গুলো পৌছেনি..
তুমি রক্তাক্ত, আমি অপরাধি
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়!!
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator