ভালোবাসা…..
আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
লালচে সন্ধায় সে… মায়াবী সুখ।
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেঁটে চলা বহুদূর……
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
আমি দু-হাত ভরে মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে,
ভালোবাসি তাই, ভালোবেসে যাই
আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
লালচে সন্ধায় সে… মায়াবী সুখ।
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেঁটে চলা বহুদূর……
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
আমি দু-হাত ভরে মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে,
ভালোবাসি তাই, ভালোবেসে যাই
0 comments:
Post a Comment