আমার এ জীবনটাকে আমি
বুঝতে পেরেও বুঝে উঠিনি
আমি কি তোমার তুলির আঁচড় শুধু?
তোমার রঙের খোরাক শুধু
আর লাল রঙের তুলিতে রাঙিও না
আমার জীবন
আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে
দুঃস্বপ্ন তুমি আর এঁকো না
চাইনা ঘৃণা করতে তোমাকে
চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি
পুরোনো চাদর পশ্চিমে
বিছিয়ে আমি একা বসে
তোমার তরে আমার প্রার্থনা
তোমার তরে আমার আর্তনাদ
আর লাল রঙের তুলিতে রাঙিও না
আমার জীবন
আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে
দুঃস্বপ্ন তুমি আর এঁকো না
চাইনা ঘৃণা করতে তোমাকে
চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি
0 comments:
Post a Comment