Saturday, August 6, 2016

অপেক্ষা

আর্টিস্টঃ মিনার
কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রংরঙ্গা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে.
খুঁজছে তোমার ঠিকানা
কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা
কোথায় হারিয়ে রূপালী দুপুর
অনেক অভিমানি হয়ে মনটা আমার..
খুঁজছে তোমার ঠিকানা
এ পথটা ধরে ধরে জানি হেঁটে ছিলামদু’জন
ধরব বলে সুখের নাটাই
রূপালী রোঁদ আর বৃষ্টি-বিলাসীবিকেল
এসো না আবার সবটাই সাঁজাই
তুমি কোথায় আছ? আমি কোথায়আছি?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
আমি কোথায় আছি? তুমি কোথায়আছ?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
কেমন যেন হয়ে আছে শহরটা
মানুষগুলো থমকে একা
অবাক তাকিয়ে থাকা দূর আরও দূর
হারিয়ে সুরের সীমানা
কোথাও বইছে মোহের মাতাল হাওয়া
কোথাও উড়ছে স্মৃতির পায়রা
আলোর দিন আর রাতের আঁধারটা
করছে ভোরের অপেক্ষা
এ পথটা ধরে ধরে জানি হেঁটে ছিলামদু’জন
ধরব বলে সুখের নাটাই
রূপালী রোঁদ আর বৃষ্টি-বিলাসীবিকেল
এসো না আবার সবটাই সাঁজাই
তুমি কোথায় আছ? আমি কোথায় আছি?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
আমি কোথায় আছি? তুমি কোথায় আছ?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি ... ♫♫♫

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator