Tuesday, August 16, 2016

রাত্রি জাগা Raatri jaga by Kazi

পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়
তুমি আমি একি এই পথে
ধূপছায়া রাতে হেঁটে যাই একি সাথে
সেই চোখেরই তারারই মাঝে
নীল জোছনায় চেয়ে থাকি তোমাতে
রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়
দুজনে কোনো সে স্বপ্নলোকে
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়
কবিতায় লিখেছি তোমায়
মনেরই গভীরে গেঁথেছি তোমায়
আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত
ক্লান্ত প্রহরে রব একি সাথ
ভালোবাসার এই মায়া জালে
জড়িয়ে নাও তুমি আমাকে
পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়


শিরোনামঃ রাত্রি জাগা
কন্ঠঃ কাজী
ব্যান্ডঃ Stoic Bliss
অ্যালবামঃ কল্পনার বাইরে

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator