তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।।
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল।।
বুকের মধ্যে বন্ধু একটা
নিঃশূন্য অঞ্চল।।
আমি পাতার দলে আছি
আমি ডানার দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস।।
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।।
শিল্পীঃ কণক ও কার্ত্তিক
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।।
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল।।
বুকের মধ্যে বন্ধু একটা
নিঃশূন্য অঞ্চল।।
আমি পাতার দলে আছি
আমি ডানার দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস।।
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।।
শিল্পীঃ কণক ও কার্ত্তিক
0 comments:
Post a Comment