Monday, August 15, 2016

নীলা - মাইলস Nila - Miles

তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোয়ায়
তোমাকে কাছে চায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায় নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়
ফুলের মত
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরো কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়
নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়
তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চায় কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোয়ায় তোমাকে কাছে চায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায় নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় ফুলের মত সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত ছুটে চলে অবিরত তোমার ঠিকানায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায় নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

Make Money Online : http://ow.ly/KNICZ

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator