Song Name : Rajkonna (রাজকন্যা)
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers
রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না
আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা
O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা
চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না
আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা
O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা
চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন
2 comments:
rajkumari aso kemon ,
janina tumi aso kothay
amar rajjo sunno akhono valobashi je shudhu tomay....
Majhe Majhe Song Lyrics ( মাঝে মাঝে একা লাগে ) Apurba, Tasnia Farin
https://cutt.ly/sMjKyKv
Post a Comment