Sunday, September 25, 2016

শত ডানার প্রজাপতি Shoto Danar Projapoti Lyrics

Title : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)
Artist : Arafat Mohsin (আরাফাত মহসিন)
Album : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)

 

নতুন ভোর উঠলো সুরে
নিলো তোমার ঘুমকে তুলে,
তখন আমি আলো হয়ে
ছুয়ে তোমার কপালে..।
ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে,
কুয়াশা মেখে তোমার ঠোটে
লুকোচুরি খেলে গানে..।
ছেড়ে দিয়ে নাটাই সুঁতো
উড়াই ইচ্ছে ঘুড়ি,
একে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি..।।
 একটা দুপুর রঙ্গিন সাঁজে
ডানা মেলে ওই বাতাসে,
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাঁজে..।।
 


 

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator