যদিও আকাশ এখনো নীল
হয়তো জোছনায় ভীজে যায় মন স্বপ্নিল
তবুও মনের ক্যানভাসে আজ ধোঁয়াটে ধূসর ছবি
কেন যেন স্বপ্নেরা ক্রমশ হয়ে যায় পর
চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে
এই মন একলা এই ক্ষনে তোমায় খোঁজে
সেই বৃষ্টির দিন মনে কি পড়েনা তোমার?
জেগে থাকার স্বাদ ভুলেছো কী স্বপ্ন অবাধ?
জীবনের পাশ কাটিয়ে যদি যাও
স্বপ্নের পিছুটান শুনতে কী পাও?
চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে
এই মন একলা এই ক্ষনে তোমার খোঁজে।
DOWNLOAD LINK : http://www.mediafire.com/file/nnwt5eo21wvhdp9/Radioactive_-_Tobuo_Jochona%282%29.mp3
হয়তো জোছনায় ভীজে যায় মন স্বপ্নিল
তবুও মনের ক্যানভাসে আজ ধোঁয়াটে ধূসর ছবি
কেন যেন স্বপ্নেরা ক্রমশ হয়ে যায় পর
চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে
এই মন একলা এই ক্ষনে তোমায় খোঁজে
সেই বৃষ্টির দিন মনে কি পড়েনা তোমার?
জেগে থাকার স্বাদ ভুলেছো কী স্বপ্ন অবাধ?
জীবনের পাশ কাটিয়ে যদি যাও
স্বপ্নের পিছুটান শুনতে কী পাও?
চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে
এই মন একলা এই ক্ষনে তোমার খোঁজে।
DOWNLOAD LINK : http://www.mediafire.com/file/nnwt5eo21wvhdp9/Radioactive_-_Tobuo_Jochona%282%29.mp3
1 comments:
Visit For Full Tobu Mon Lyrics Meghdol
Post a Comment