Wednesday, September 28, 2016

Tobuo Jochona [তবুও জোছোনা ] By Radio active Lyric

যদিও আকাশ এখনো নীল

হয়তো জোছনায় ভীজে যায় মন স্বপ্নিল

তবুও মনের ক্যানভাসে আজ ধোঁয়াটে ধূসর ছবি

কেন যেন স্বপ্নেরা ক্রমশ হয়ে যায় পর

চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে

এই মন একলা এই ক্ষনে তোমায় খোঁজে



সেই বৃষ্টির দিন মনে কি পড়েনা তোমার?

জেগে থাকার স্বাদ ভুলেছো কী স্বপ্ন অবাধ?

জীবনের পাশ কাটিয়ে যদি যাও

স্বপ্নের পিছুটান শুনতে কী পাও?

চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে

এই মন একলা এই ক্ষনে তোমার খোঁজে।


DOWNLOAD  LINK : http://www.mediafire.com/file/nnwt5eo21wvhdp9/Radioactive_-_Tobuo_Jochona%282%29.mp3

1 comments:

কবিতাক্ষ্য said...

Visit For Full Tobu Mon Lyrics Meghdol

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator