Wednesday, September 28, 2016

Dure Chole Jao [দূরে চলে যাও] BY PORAHO

দূরে চলে যাও
আমাকে কাঁদাও 
আবারো তুমি ভুলে যেতে 
মিশে মোহনায় আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার
আবারো তুমি ভুলে যেতে পারো
 মিশে মোহনায় আলোকিত সবই দূরে
 
 জলে স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো অন্য কারো হবে যদি
আজ মিশে থাকা তোমার ভালোলাগা আনমনে যাই
 তোমারি আশায় তোমার ভালো লাগা আনমনে যাই সয়ে


যাও যত দূর আমারইতো ভূল
তোমার দুরে থাকা আমার ভালো লাগা আনমনে যাই সয়ে
 তোমার দূরে ভালো লাগা আনমনে যাই সরে
দূরে চলে যাও আমাকে কাঁদাও
আবারো তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায় আলোকিত সবই দূরে
স্বপ্নদেখে যাও আমাকে পাবার
আবারো তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায় আলোকিত সবই দূরে
দূরে চলে যাও আমাকে কাঁদাও আবারো।.....

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator