Wednesday, September 28, 2016

Eivabei Shuru [এইভাবেই শুরু By] Poraho Lyric

জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে

যেই জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সেই আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি

এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।

হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
ফিরে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মত
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো

এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।

1 comments:

হীরক আহমেদ said...

অসাধারণ লিখেছেন ভাই 😍

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator