জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যেই জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সেই আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
ফিরে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মত
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যেই জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সেই আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
ফিরে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মত
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।
1 comments:
অসাধারণ লিখেছেন ভাই 😍
Post a Comment