Tuesday, September 6, 2016

Mone Pore(মনে পড়ে) By Vibe From The Album Chena Jogot

কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)
কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)


শিরোনামঃ মনে পড়ে
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

1 comments:

Anonymous said...

Hi, I appreciate your mission, Please be clear lyrics graphics. Thanks

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator