Sunday, August 14, 2016

Chaitei paro by Sumon

চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড
চাইতে পারো শীতের রাতে আমার সোয়েটার
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবা স্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো ওয়ানডে ম্যাচে সাড়ে চারশ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই
 
শিরোনামঃ চাইতে পারো
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
সুরঃ সুমন
অ্যালবামঃ ধ্রুবক
ব্যান্ডঃ অর্থহীন

0 comments:

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator