Tuesday, August 16, 2016

এতটা ভালবাসি Etota Valobasi Recall

যখন নিঝুম রাতে সবকিছু চুপ
নিস্প্রান নগরীতে ঝিঝিরা অঘুম  
আমি চাদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি . .(X2)

একি  অপরুপ  সুন্দর তার  সামনে বর্ষার রাতে,
আমি ভিজে ভিজে আমি মরি মিছে নগ্ন প্রভাতে
দেখি ভীষন অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নুপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরীত 

আমি সুর্যের আলোক  হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি
 এতটা ভালবাসি . .(X2)

1 comments:

Unknown said...

Puro ta nai kn

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator