যখন নিঝুম রাতে সবকিছু চুপ
নিস্প্রান নগরীতে ঝিঝিরা অঘুম
আমি চাদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি . .(X2)
একি অপরুপ সুন্দর তার সামনে বর্ষার রাতে,
আমি ভিজে ভিজে আমি মরি মিছে নগ্ন প্রভাতে
দেখি ভীষন অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নুপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরীত
আমি সুর্যের আলোক হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালবাসি . .(X2)
1 comments:
Puro ta nai kn
Post a Comment