Sunday, August 14, 2016

Nitol paye - নিটল পায়ে রিনিক ঝিনিক

মন ভাবে তারে,
এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে ।। (২)
তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে জেন মৃদু সুবাসে ।
নিটল পায়ে রিনিক-ঝিনিক ,
পায়েলখানি বাজে...... ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে....... ।। (২)
চাঁদের অধরে যেন,
তোমার হাসির মাঝে,
সোনালী আবেশে তবে, সাগর ধারে ।
হৃদয়ের মাঝে কবে,
বেধে ছিলে বাঁধন ।
ভালোবাসা তবে কেন ।
মনের ওগোচরে ।
(তুমি একি আমার বন্ধু,
আজও কেন বো~ঝ~নি ।
তুমি একি আমার বন্ধু,
কেন ভালোবাসনি ।)
মন ভাবে তারে,
এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে ।। (২)
তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে জেন মৃদু সুবাসে ।
নিটল পায়ে রিনিক-ঝিনিক ,
পায়েলখানি বাজে...... ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে....... ।। (৩)

1 comments:

Unknown said...

Joss

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator