Sunday, August 14, 2016

Firey Ashona - ফিরে আসনা

যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব  না
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে না....।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ...
প্রহর গুলো অপেক্ষার সৃতি নিয়ে করব পার
ভাবনা গুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষার ।।
কবিতায় কাব্যে খুঁজি তোমায় আমি ...
খুঁজি তোমায় !!
যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে না...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ..

যাচ্ছ দূরে যাও তুমি বাধা দিব নাহ
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে নাহ...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ...
প্রহর গুলো অপেক্ষার সৃতি নিয়ে করব পার
ভাবনা গুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষার ।।
কবিতায় কাব্যে খুঁজি তোমায় আমি ...
খুঁজি তোমায় !! smile emoticon smile emoticon
যাচ্ছ দূরে যাও তুমি বাধা দিব নাহ
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে নাহ...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা .. - See more at: http://www.lyricsbangla.com/lyrics-2531.html#sthash.zOrEvNEf.dpuf

1 comments:

Unknown said...

my fov song

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator