Monday, August 15, 2016

অনুপম রয় Anupom Roy

আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।

আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
যে ভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যত ভাগে ভাগ করোনা প্রেম হৃদয় কিন্তু একটাই

Make Money Online : http://ow.ly/KNICZ আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
যে ভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যত ভাগে ভাগ করোনা প্রেম হৃদয় কিন্তু একটাই অনেকেই বলে মরণ অনেক জীবন সে নাকি একটাই প্রতিবার প্রেমে নতুন জনম জীবন কি করে একটাই অনেকেই বলে অনেক কথা কথার কথা তো সবটাই কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই

Make Money Online : http://ow.ly/KNICZ

1 comments:

ভালবাসার নীল কাব্য said...

আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?❤

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator