Tuesday, August 16, 2016

বন্য Bonno by Upol

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।(২)
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
দেখেছি যা দেখার ছিল, এই মনের আয়নায়;
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়।
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আছে কি;
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
ডুবে থাকিস বৃথা যতো, ঐ নষ্ট ভাবনায়;
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি, তোর চোখের ঐ রং;
নরম রংয়ে ভালবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।



শিরোনামঃ তোর জন্য বন্য
কন্ঠঃ উপল
কথাঃ উপল
মিউজিকঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য

তুমিহীনা Tumihina by Simin

তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তায়
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাঁটার ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়(২)
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও(২)
রোদজ্বালা এ দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী মনে আজ মৌনতার আয়োজন
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নের সবই পূর্ণতা
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বিকেলের এ প্রহর কাটেনা অপেক্ষায়
এ সময় থেমেছে তোমারই এ শূণ্যতায়
তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে
তুমি যদি না-ই আসো অপেক্ষা শেষ হবেনা
তুমি যদি না-ই আসো কখনো ভোর হবেনা
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও
বলো তুমি এমন কেন একবার দেখে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও



শিরোনামঃ তুমিহীনা
কন্ঠঃ সিমিন
অ্যালবামঃ বন্য

Obak Bhalobash (অবাক ভালোবাসা) By Warfaze

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়


 শিরোনামঃ অবাক ভালোবাসা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা/ পথচলা

এই যে Ei Je By Stoic Bliss

কতদিন কেটে গেল তোমায় না দেখে
কতরাত পার হল তোমায় পাশে না পেয়ে
মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম
কত ভালোবাসি তোমাকে
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পরে যায় মেইন স্ট্রিটে প্রথম
ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
জানালার পাশে যখন রাগ করে কাঁদতে
বুঝতে পারিনি জমে কত রাগ সেই বুকে
সময়ের কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম
দেখতে আমার আদর কিভাবে
জড়িয়ে তোমায় হৃদয়ে রেখে
কষ্টগুলো মুছে দিয়ে
তুমি আমার ভোরেরই আলো
তোমাকেই টেনে নিয়ে
সুর তোমার কাগজে লিখে
সাজিয়েছি কবিতায় কবিতায়
জোছনা রাত আর সব কিছু
আজ তোমার সেই প্রতিক্ষায়
যেদিকে তাকাই সেদিকে দেখি
তোমার সেই প্রতিচ্ছবি
মনে পরে যায় মেইন স্ট্রিটে প্রথম
ভালোবেসে ছিলাম তোমায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি
ঘোলাটে মেঘলা আকাশে আমার
রংধনু হয়ে এলে তুমি
Yay She Is The One
She Is That One Of A Kind
She Is In My Dreams In My Soul In My Mind
Inspite She is So Close She Is So Far Away
Yay She Is The One She Is That One Of A Kind
কেঁদো না দেখ এই যে আমি
হাত তোমার ধরে রেখেছি
আপ্পি তুমি আমার আপ্পি
চোখ খুলে দেখ
এই যে……



শিরোনামঃ এই যে আমি
কন্ঠঃ কাজী
ব্যান্ডঃ Stoic Bliss
অ্যালবামঃ কল্পনার বাইরে

বেড়াজাল Berajal By Stoic Bliss

লাখো মানুষের আজ দেখো কত হাহাকার
নিমিষেই হারানো বেঁচে থাকার অধিকার
তলিয়ে নিয়েছে কত ঘর বাড়ি নিঠুর সেই স্রোতে
আঁটকে বুকে কত কান্না নিয়তির এই ভবে
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ
এখন আমরা সবাই আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দেব স্রষ্টার আলোকে
অপরুপ এ প্রহর
চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি
হারিয়ে গেলে মেঘের আকাশে
শিশু হাসছে অথৈ জ্বলে
তার পেটে ক্ষিধা প্রকট
তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে
আঁটকে আছে বাঁশের নলিটা
করছে প্রার্থনাদ এই দুঃস্বপ্ন কবে শেষ হবে………
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ (২)



শিরোনামঃ বেড়াজাল
কন্ঠঃ কাজী
ব্যান্ডঃ Stoic Bliss
অ্যালবামঃ কল্পনার বাইরে

রাত্রি জাগা Raatri jaga by Kazi

পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়
তুমি আমি একি এই পথে
ধূপছায়া রাতে হেঁটে যাই একি সাথে
সেই চোখেরই তারারই মাঝে
নীল জোছনায় চেয়ে থাকি তোমাতে
রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়
দুজনে কোনো সে স্বপ্নলোকে
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়
কবিতায় লিখেছি তোমায়
মনেরই গভীরে গেঁথেছি তোমায়
আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত
ক্লান্ত প্রহরে রব একি সাথ
ভালোবাসার এই মায়া জালে
জড়িয়ে নাও তুমি আমাকে
পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়


শিরোনামঃ রাত্রি জাগা
কন্ঠঃ কাজী
ব্যান্ডঃ Stoic Bliss
অ্যালবামঃ কল্পনার বাইরে

জলস্বপ্ন Jolshopno Palbasha BY Palbasha

জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আকা
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……
জলজ গল্প লেখা কাগজি
বুনো সবুজ ঘাস
ছড়িয়ে দীর্ঘশ্বাস
যা খোঁজে
ছড়িয়ে দীর্ঘশ্বাস
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
ছুয়ে রোজ জলকনা
হয়ে যায় আনমনা
সহজে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে……
তোমার কোন নিঃশ্বাসে
ভিজি আমি বিশ্বাসে
বৃষ্টি হয়ে ছুয়ে যাই
আমার মত করে….

ভালোবাসি তাই ভালোবেসে যাই Valobasi tai valo bese jai palbasha

ভালোবাসা…..
আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
লালচে সন্ধায় সে… মায়াবী সুখ।
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেঁটে চলা বহুদূর……
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
আমি দু-হাত ভরে মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে,
ভালোবাসি তাই, ভালোবেসে যাই

কতদূর Kotodur by Pias

কত দূর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকি
কত মেঘ এই আকাশে ওড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।।
তবুও এ পথ চলা স্বপ্নের নেশায়
এইযে বাজারে পসরা সাজানো
স্বপ্ন কিনতে।।
এই যে সুরম্ম কত অট্টালিকার গায়ে
জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে
রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে
বেচা হরেক স্বপ্নের আড়ালে
কেনা নিরব উপহাস।।



শিরোনামঃ কতদূর
কথাঃ পিয়াস
কন্ঠঃ রুপম
সুরঃ রুপম
সংগীত আয়োজনঃ অর্ণব
অ্যালবামঃ ঝালমুড়ি ২

এতটা ভালবাসি Etota Valobasi Recall

যখন নিঝুম রাতে সবকিছু চুপ
নিস্প্রান নগরীতে ঝিঝিরা অঘুম  
আমি চাদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি . .(X2)

একি  অপরুপ  সুন্দর তার  সামনে বর্ষার রাতে,
আমি ভিজে ভিজে আমি মরি মিছে নগ্ন প্রভাতে
দেখি ভীষন অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নুপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরীত 

আমি সুর্যের আলোক  হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি
 এতটা ভালবাসি . .(X2)

Bhorer Shishir - Adit feat. Elita & Mahadi

আচ্ছা কখনো এমন যদি হয়. তুমি আছ আমি নেই, কি কি করবে তুমি?

আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও


কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে

নিঁকষ আঁধারে

আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে

Monday, August 15, 2016

PRARTHONAD BY TAHSAN

আমার এ জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি
আমি কি তোমার তুলির আঁচড় শুধু? 
তোমার রঙের খোরাক শুধু
আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন
আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে দুঃস্বপ্ন তুমি আর এঁকো না
চাইনা ঘৃণা করতে তোমাকে
চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি

পুরোনো চাদর পশ্চিমে বিছিয়ে আমি একা বসে
তোমার তরে আমার প্রার্থনা তোমার তরে আমার আর্তনাদ 
আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন
আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে দুঃস্বপ্ন তুমি আর এঁকো না
চাইনা ঘৃণা করতে তোমাকে চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি

Amar Antor BY Adhar [ আমার অন্তর আধার]

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।
প্রথম যখন, দেখেছি আমি তোমায়
প্রতি রাতে ভাবি, শুধু যে তোমায়।
স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে
তুমি হবে শুধু আমারই।
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।
আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

অনুপম রয় Anupom Roy

আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।

আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?

তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
যে ভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যত ভাগে ভাগ করোনা প্রেম হৃদয় কিন্তু একটাই

Make Money Online : http://ow.ly/KNICZ আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
যে ভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যত ভাগে ভাগ করোনা প্রেম হৃদয় কিন্তু একটাই অনেকেই বলে মরণ অনেক জীবন সে নাকি একটাই প্রতিবার প্রেমে নতুন জনম জীবন কি করে একটাই অনেকেই বলে অনেক কথা কথার কথা তো সবটাই কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই

Make Money Online : http://ow.ly/KNICZ

নীলা - মাইলস Nila - Miles

তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোয়ায়
তোমাকে কাছে চায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায় নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়
ফুলের মত
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরো কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়
নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়
তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চায় কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোয়ায় তোমাকে কাছে চায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায় নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় ফুলের মত সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত ছুটে চলে অবিরত তোমার ঠিকানায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায় নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

Make Money Online : http://ow.ly/KNICZ

EKTU BOSIA THAKO | একটু বসিয়া থাকো LYRICS

তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।।
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল।।
বুকের মধ্যে বন্ধু একটা
নিঃশূন্য অঞ্চল।।
আমি পাতার দলে আছি
আমি ডানার দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস।।
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।।
 শিল্পীঃ কণক ও কার্ত্তিক

TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…

 শিল্পীঃ অর্ণব চৌধুরী
অ্যালবামঃ হোক কলরব
সুরকারঃ অর্ণব চৌধুরী।

Sunday, August 14, 2016

Dure Dariye - দুরে তুমি দাড়িয়ে

দুরে তুমি দাড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা বলতে আজ
পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাডিয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পারে হাত
ধরে দেখছো সূর্য
ডোবা আমি নেই
এখোনো বৃষ্টি পড়ে তোমার
মাঝে সেই বৃষ্টির
ফোটা আমি নই।
জানালার
পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে সেখ
এখোনো বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে য
পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার
কাছে আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ
কাঁদবো না হয়তো দু'এক ফোটা
তবুও বলবো না ভালো বাসি
কোন এক ছোট
মিথ্যা মুছে দিয়েছে স-সব আমার
আমার দেওয়া ঘড়ি, সময়
গুলো পৌছেনি..
তুমি রক্তাক্ত, আমি অপরাধি
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....
আমার চোখের দিকে তাকিয়ে দেখ
কাদঁছি আমি অসহায়!!
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের
গানে ডুবে হায়!!
জানি ফিরিয়ে নেবার তো কারন
নেই তো আমার
এই জীবনে... এ.....
তবুও এখনও তুমি সত্য এখনও
আমার জীবনে এ.....

Firey Ashona - ফিরে আসনা

যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব  না
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে না....।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ...
প্রহর গুলো অপেক্ষার সৃতি নিয়ে করব পার
ভাবনা গুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষার ।।
কবিতায় কাব্যে খুঁজি তোমায় আমি ...
খুঁজি তোমায় !!
যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে না...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ..

যাচ্ছ দূরে যাও তুমি বাধা দিব নাহ
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে নাহ...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা ...
প্রহর গুলো অপেক্ষার সৃতি নিয়ে করব পার
ভাবনা গুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষার ।।
কবিতায় কাব্যে খুঁজি তোমায় আমি ...
খুঁজি তোমায় !! smile emoticon smile emoticon
যাচ্ছ দূরে যাও তুমি বাধা দিব নাহ
ফিরে আসবে এটাও জানি ভুলে যাবে নাহ...।।
কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি হীন
জমবে ভালোবাসা ফিরে আসনা .. - See more at: http://www.lyricsbangla.com/lyrics-2531.html#sthash.zOrEvNEf.dpuf

Dub - ডুব (তোমার মাঝে নামবো আমি)

তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন

সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন

তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

Ekta Gopon Kotha - একটা গোপন কথা Topu

একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই
এতদিন ছিলো সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার, হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যাথা দেখে নেব আমি এর শেষ।
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি এই বেশ।

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট।

এইদেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা, এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নের উপসংহার

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

Aaj Ei Akash - আজ এই আকাশ Adit

আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুঁজি তোরে
আপনমনে

মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলিনা যখন
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলিনা যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া বাঁচি কেমনে

“বড় একা আমি
নিজের ছায়ার মত,
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জল নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত,
বড় একা আমি, বড় একা”

মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু,
বিষাদ এর ভেলা,
তুই ছাড়া একা একা
দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়,
তুই রবি আমারই, তুই ছবি আমারই,
তোরে ছাড়া আমি বাঁচি কেমনে

Nitol paye - নিটল পায়ে রিনিক ঝিনিক

মন ভাবে তারে,
এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে ।। (২)
তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে জেন মৃদু সুবাসে ।
নিটল পায়ে রিনিক-ঝিনিক ,
পায়েলখানি বাজে...... ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে....... ।। (২)
চাঁদের অধরে যেন,
তোমার হাসির মাঝে,
সোনালী আবেশে তবে, সাগর ধারে ।
হৃদয়ের মাঝে কবে,
বেধে ছিলে বাঁধন ।
ভালোবাসা তবে কেন ।
মনের ওগোচরে ।
(তুমি একি আমার বন্ধু,
আজও কেন বো~ঝ~নি ।
তুমি একি আমার বন্ধু,
কেন ভালোবাসনি ।)
মন ভাবে তারে,
এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে ।। (২)
তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে জেন মৃদু সুবাসে ।
নিটল পায়ে রিনিক-ঝিনিক ,
পায়েলখানি বাজে...... ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে....... ।। (৩)

Bodhuya amar chokhe বঁধুয়া আমার চোখে srikanto

বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥


বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥
- See more at: http://www.lyricsbangla.com/lyrics-4139.html#sthash.4FlpMNVM.dpuf

Tomake Bhebe Lekha - তোমাকে ভেবে লেখা

মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।।
মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা ।। - See more at: http://www.lyricsbangla.com/lyrics-181.html#sthash.MJn3MXrT.dpuf
মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।।

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি
মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা । - See more at: http://www.lyricsbangla.com/lyrics-181.html#sthash.MJn3MXrT.dpuf

Anmone 2 By Aurthohin

আবার ফিরে পাই 
পুরোনো স্মৃতি নতুন গানে 
স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি
কেটে গেছে যে কত মুহূর্ত 
তোমায় ভেবে 
ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে
 কি আমায় খোঁজো এখনও 
আবার খুঁজে যাই 
তোমার সেই হাসি আনমনে 
কত রাত নির্ঘুম কাটে 
তোমায় ভেবে 
আকাশে যখন মেঘের ঘনঘটা
 তাকিয়ে থাকি আমি 
হয়ত বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর 
 মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে 
কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো 
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে 
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো 

ami tomakei bole debo by sanjib chowdhury

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)

আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল (২)
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া (২)

তবে এই হোক
তীরে জাগুক প্লাবন
দিনে হোক লাবণ্য
হৃদয়ে শ্রাবণ। (২)
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)

Ek Paye Nupur By Topu & Anila

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি, নেবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী, বলো নিবে কি?
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে
তা তো আমি জেনেছি।

একপায়ে নূপুর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি, যাবে কি?

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

Akash Mati By Rajib

আকাশে তোমায় রাখি
মাটিতে তোমায়
ভিতর বাহির কাছে দুরে
যতনে রাখি তোমায় ।।

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে

দুঃখের জলে ভাসলে নদী
তীর ভাঙে মনে
তবু তুমি দিবানিশী
থাকো যে গোপনে

তুমি ছাড়া বল কে আর
আছে গো এমন

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ

দুঃখের বানে স্বপ্ন ভাঙে
আশা তবু মনে
রবে তুমি চিরদিনই
জীবন ও মরনে
তুমি ছাড়া বল কারে
বোঝে আমার মন

তুমি আমার ভীষন খরায়
মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবীতে
নেই আমার আর কেউ রে।

Ei brishty veja rate by artcell

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়

এই শরতেরই সন্ধ্যায়
তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না,
ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা,
ভেসে তুমি কেনো আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়

এই বসন্তেরই সন্ধ্যায়
তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা,
হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?

ghuri tumi kar akashe uro by lutfor hasan

ময়লা টি-শার্ট, ছেঁড়া জুতো
কদিন আগেই ছিল মনেরই মতো,
দিন বদলের টানা-পোঁড়েনে
সখের ঘুড়ি নাটাই সুঁতো।
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?

তোমার নিকট অতীত
আমার এক যুক আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে
মন জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?

তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ জড়োসড়ো।
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?

Tumi Emon keno By Rong

তুমি এমন কেন বলো , এমন কেন বলো
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো........ ..!

যদি বলো আমায় এনে দেবো তোমায়
রাতের চন্দ্র তোমার হাতে
যদি বলো আমায় তারা দিয়ে মালা
পরিয়ে দেবো তোমার গলায়
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো

বন্ধু করে কাছে নিয়েছো
দাওনি কেন স্থান মনে
কেটে যায় হাসি খুশি দিন গুলো
তবু কেন আমার মনে জ্বালা
ভালোবাসো আমায় , ভালোবাসো
শুধু একবার বলো ।।

Jodi Mon Kade By Shaon

যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়
ঝরঝর বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামলও ছায়ায়
চলে এসো তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজুলী আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিব তোমারে নিয়ে
চলে এসো চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায় ।

sei tumi by LRB

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকের সব কষ্ট দু’হাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে যায়
ফেলে আসে সেই সব দিনগুলো
 
তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

Chaitei paro by Sumon

চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড
চাইতে পারো শীতের রাতে আমার সোয়েটার
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবা স্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো ওয়ানডে ম্যাচে সাড়ে চারশ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই
 
শিরোনামঃ চাইতে পারো
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
সুরঃ সুমন
অ্যালবামঃ ধ্রুবক
ব্যান্ডঃ অর্থহীন

আমারো পরান যাহা চাই Amaro porano jaha chay

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও--
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥

Haste Dekho Gaite dekho হাসতে দেখো গাইতে দেখো By Aiyub Bacchu LRB

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে নোনা ছবি আকে
আমার গল্প শুনে হয় আলোকিত উত্সব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম।

আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর
ডাকার কথা জাগে ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই।

Saturday, August 13, 2016

Sobar jonno tumi - সবার জন্য ভাবছো তুমি Sumon & Anila

সবার জন্য ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়

সবার জন্য ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্য ভাববে কবে?
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য লিখছো যে গান
আমায় নিয়ে লিখবে কবে?
কবে তোমার গল্প মাঝে
আমায় নিয়েও কথা হবে

সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে

সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে



সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়

সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনবো তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়
সবার পদ্যে থাকছো তুমি
আমার চোখের সামনে দিয়ে
আমার মনের কল্পনাতে
নাচবে কবে আমায় নিয়ে

সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে

সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙ্গুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে

Album-Ekhon Ami,

Vocal -Bassbaba & Anila,

Composer-Fuad,

Artist-Sumon feat Anila

Kokhono ichche hoy by Bappa Mojumdar - album - Dhulo pora chithi

Kokhono ichche hoy sharaati bela 
bhejabo ei duti mon oi niil jochhonae
 
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae 

Kokhono ichhe hoe sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Abeg jorano rongeen shutoe gatha
majhemajhe ekta duto kotha
bolbe amae tumi nibeer bonochhae
chhuye jabe ei mon shurer jhorna-dharae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Kokhono tumi ektu chhuye dile
onubhob tuku rakhbo buke tule
ei hridoy shudhu shopno boone jae
beche achhi jeno tomari obohelae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae

Kokhono ichche hoy sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae.

Kokhono ichche hoy sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae
Kokhono ichhe hoe sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Abeg jorano rongeen shutoe gatha
majhemajhe ekta duto kotha
bolbe amae tumi nibeer bonochhae
chhuye jabe ei mon shurer jhorna-dharae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Kokhono tumi ektu chhuye dile
onubhob tuku rakhbo buke tule
ei hridoy shudhu shopno boone jae
beche achhi jeno tomari obohelae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae

Kokhono ichche hoy sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae.
- See more at: http://www.lyricsbangla.com/lyrics-1007.html#sthash.nCVgCBxo.dpuf

Kokhono ichche hoy sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae
Kokhono ichhe hoe sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae
nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Abeg jorano rongeen shutoe gatha
majhemajhe ekta duto kotha
bolbe amae tumi nibeer bonochhae
chhuye jabe ei mon shurer jhorna-dharae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae


Kokhono tumi ektu chhuye dile
onubhob tuku rakhbo buke tule
ei hridoy shudhu shopno boone jae
beche achhi jeno tomari obohelae
Nishshobdo tumi aar nishshobdo aami
kete jabe onontokaal hridoy mohonae

Kokhono ichche hoy sharaati bela
bhejabo ei duti mon oi niil jochhonae.
- See more at: http://www.lyricsbangla.com/lyrics-1007.html#sthash.nCVgCBxo.dpuf

Friday, August 12, 2016

Fossils - Ekla Ghor (একলা ঘর) Lyrics

এই  আমার দেশ 
আমার একলা থাকার অভ্যেস 
আমি কিছুতেই ভাববনা তোমার কথা 
বোবা টেলিফোনের পাশে বসে 
তবু গভীর রাতের অগভীর সিনেমায় 
যদি প্রেম চায় নাটুকে বিদায় 
আমি আচ্ছন্ন হয়ে পরেছি আবার 
দেখি চোখ ভিজে যায় কান্নায় 

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে! 

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি 
খুঁজে ফিরি লক্ষ্য আমার 
পাল্টাচ্ছে না এই অবস্থাটা 
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলছি আবার 
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় 
জানালার কাছে তুমি দেখতে পাবে কি 
নাকি ঝাপসা দেখো বর্ষায় 

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!

না না কাঁদছি না 
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে 
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি 
সেই ফেলে আসা অতীতে ...

না না যাচ্ছি না 
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে 
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি 
সেই ভুলে যাওয়া তোমাকে ... সেই তোমাকে ... !!
তোমাকে ... তোমাকে ... সেই তোমাকে

Bangla Band: Fossils
Song Name: Ekla Ghor

DOWNLOAD LINK : http://www.mediafire.com/download/4zkv5py193m9fb4/EKLA+GHAR-FOSSILS%282%29.mp3

টিপ টিপ বৃষ্টি TIP TIP BRISHTY MEDLEY - TAPOSH feat TONMOY TANSEN

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও



বন্ধু তুমি থাকো যদি পাশে

বসে রবো নিরালায়

মন যে কখন দিয়ে দেব

তোমার ঐ চোখের ইশারায়

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে, (x2)



যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি

মিছেমিছি অভিমানে চোখে এলো পানি (x2)

যেওনা তুমি অবেলায় দূরে কোন অজানায় যেখানে আমি নাই,(x)



তোমায় আমি খুঁজি

খুঁজি আপন মনে

স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে (x2)

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে,

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি,



এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

Thursday, August 11, 2016

More Than This

[Liam:]
I'm broken, do you hear me?
I'm blinded, 'cause you are everything I see,
I'm dancin' alone, I'm praying,
That your heart will just turn around,

And as I walk up to your door,
My head turns to face the floor,
'Cause I can't look you in the eyes and say,

[Harry:]
When he opens his arms and holds you close tonight,
It just won't feel right,
'Cause I can love you more than this, yeah,
When he lays you down,
I might just die inside,
It just don't feel right,
'Cause I can love you more than this,
Can love you more than this

[Niall:]
If I'm louder, would you see me?
Would you lay down
In my arms and rescue me?
'Cause we are the same
You save me,
When you leave it's gone again,

[Louis:]
And then I see you on the street,
In his arms, I get weak,
My body fails, I'm on my knees
Prayin',

[All:]
When he opens his arms and holds you close tonight,
It just won't feel right,
'Cause I can love you more than this, yeah,
When he lays you down,
I might just die inside,
It just don't feel right,
'Cause I can love you more than this,

[Zayn:]
Yeah, I've never had the words to say,
But now I'm askin' you to stay
For a little while inside my arms,
And as you close your eyes tonight,
I pray that you will see the light,
That's shining from the stars above,

(And I say)

[Liam:]
When he opens his arms and holds you close tonight,
It just won't feel right,
'Cause I can love you more than this,

[Zayn]
'Cause I can love you more than this, yeah

[All]
When he lays you down,
I might just die inside,
It just don't feel right,
'Cause I can love you more than this, yeah,

When he opens his arms and holds you close tonight,
It just won't feel right,
'Cause I can love you more than this, yeah

When he lays you down,
I might just die inside (oh, yeah),
It just don't feel right,
'Cause I can love you more than this,
Can love you more than this

চোখটা এতো পোড়ায় কেন ও পোড়া চোখ সমুদ্রে যাও chokhta eto poray keno

চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও ।।
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও
আকাশ ঘিরে শংখচিলের শরীর চেরা কান্না থামাও ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
আমি তোমার কান্না কুড়াই, কান্না উড়াই, কান্না তাপাই
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও....


Saturday, August 6, 2016

অন্ধকার ঘরে

শিরোনামঃ অন্ধকার ঘরে
কথাঃ তানভীর জামান
কন্ঠঃ আহমেদ সাদ
টিউনঃ তানভীর জামান
ব্যান্ডঃ পেপার রাইম
অ্যালবামঃ পেপার রাইম
অন্ধকার ঘরে, কাগজের
টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের
মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয়
গভীরে
তবু চলে গেলে এই
সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার
অপেক্ষায়……
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায়
বাধা পেয়ে সরে যায়
আমার এই জগত বড়
আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
আমার সব গান ধূলোয়
মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

অপেক্ষা

আর্টিস্টঃ মিনার
কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রংরঙ্গা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে.
খুঁজছে তোমার ঠিকানা
কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা
কোথায় হারিয়ে রূপালী দুপুর
অনেক অভিমানি হয়ে মনটা আমার..
খুঁজছে তোমার ঠিকানা
এ পথটা ধরে ধরে জানি হেঁটে ছিলামদু’জন
ধরব বলে সুখের নাটাই
রূপালী রোঁদ আর বৃষ্টি-বিলাসীবিকেল
এসো না আবার সবটাই সাঁজাই
তুমি কোথায় আছ? আমি কোথায়আছি?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
আমি কোথায় আছি? তুমি কোথায়আছ?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
কেমন যেন হয়ে আছে শহরটা
মানুষগুলো থমকে একা
অবাক তাকিয়ে থাকা দূর আরও দূর
হারিয়ে সুরের সীমানা
কোথাও বইছে মোহের মাতাল হাওয়া
কোথাও উড়ছে স্মৃতির পায়রা
আলোর দিন আর রাতের আঁধারটা
করছে ভোরের অপেক্ষা
এ পথটা ধরে ধরে জানি হেঁটে ছিলামদু’জন
ধরব বলে সুখের নাটাই
রূপালী রোঁদ আর বৃষ্টি-বিলাসীবিকেল
এসো না আবার সবটাই সাঁজাই
তুমি কোথায় আছ? আমি কোথায় আছি?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি
আমি কোথায় আছি? তুমি কোথায় আছ?
কেন যে আজ দু’জন- দু’দিকে ভাসি ... ♫♫♫

স্মৃতির ছেড়া পাতা

শিরোনামঃ স্মৃতির ছেড়া পাতা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা



আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছোনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুতে আমি চাই না

পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখার
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায়(২)

আমি দেবো না পারি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে……
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়

আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায়....
 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator