Friday, September 2, 2016

নিকৃষ্ট ৩ Nikkristho 3 By Aurthohin

তুমি মরে গেলেও থামবোনা আমি!

খানকি মাগি এখন থামো!
মিথ্যে কান্না অনেক হলো
কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা;
দুই পয়সার হ্যোর, তোমায় আমি চুদি না!
.
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
.
তোমার চোখে রঙিন চশমা
পৃথিবীটা ছিলো মিথ্যে কান্না
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে
হয়েছিলো কবর মাটির বিছানা!
.
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
.
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
তুমি নিকৃষ্ট !!!
.
হেয় খানকি মাগি যাচ্ছো কোথায়?
আমার কথা শেষ হয় নাই!
তুমি মরলেও থামবোনা আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে,
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি মুত্র দিয়ে!
.
কারণ তুমি অমানুষ!!!
ওয়াক থু!
তুমি অমানুষ!
তুমি নিকৃষ্ট !!!
.
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
.
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ!
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত!
.
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে অন্ধের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট!
তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে....
নিকৃষ্ট!!!
.
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে!!
.
তুমি নিকৃষ্ট |||
ওয়াক থু!!!

Download Link :
 http://www.mediafire.com/download/9c1dkh1kxdedtj5/Nikkrishto_3_-_Aurthohin%5B1%5D.mp3

2 comments:

স্বপ্নের ব্যবচ্ছেদ said...

love this song

স্বপ্নের ব্যবচ্ছেদ said...

joss

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator