Friday, September 30, 2016

Ae Dil Hai Mushkil by Arijit Singh Lyric

Song Name: Ae Dil Hai Mushkil
Singers: Arijit Singh
Cast : Aishwarya Rai Bachchan, Ranbir Kapoor, Anushka Sharma
Movie/Album: Ae Dil Hai Mushkil
Lyrics: Amitabh Bhattacharya


Tu safar mera
Hai tu hi meri manzil
Tere bina guzara
Ae dil hai mushkil
Tu mera khuda
Tu hi dua mein shamil
Tere bina guzara
Ae dil hai mushkil
Mujhe aazmati hai teri kami
Meri har kami ko hai tu laazmi
Junoon hai mera
Banu main tere kaabil
Tere bina guzara
Ae dil hai mushkil
Ye rooh bhi meri
Ye jism bhi mera
Utna mera nahi
Jitna hua tera
Tune diya hai jo
Woh dard hi sahi
Tujhse mila hai toh
Inaam hai mera
Mera aasma dhoonde teri zami
Meri har kami ko hai tu laazmi
Zameen pe na sahi
Toh aasma mein aa mil
Tere bina guzara
Ae dil hai mushkil
Mana ki teri maujoodgi se
Yeh zindgani mehroom hai
Jeene ka koi dooja tarika
Na mere dil ko maloom hai
Tujhko main kitni shiddat se chahoon
Chahe toh rehna tu bekhabar
Mohtaj manzil ka toh nahi hai
Yeh ek tarfa mera safar safar
Khoobsurat hai manzil se bhi
Meri har kami ko hai tu laazmi
Adhoora ho ke bhi
Hai ishq mera kaamil
Tere bina guzara
Ae dil hai mushkil………..

DOWNLOAD LINK :  http://www.mediafire.com/file/oxh0vbocmzq36hs/Ae+Dil+Hai+Mushkil+-+arjit+singh.mp3 

Wednesday, September 28, 2016

Tobuo Jochona [তবুও জোছোনা ] By Radio active Lyric

যদিও আকাশ এখনো নীল

হয়তো জোছনায় ভীজে যায় মন স্বপ্নিল

তবুও মনের ক্যানভাসে আজ ধোঁয়াটে ধূসর ছবি

কেন যেন স্বপ্নেরা ক্রমশ হয়ে যায় পর

চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে

এই মন একলা এই ক্ষনে তোমায় খোঁজে



সেই বৃষ্টির দিন মনে কি পড়েনা তোমার?

জেগে থাকার স্বাদ ভুলেছো কী স্বপ্ন অবাধ?

জীবনের পাশ কাটিয়ে যদি যাও

স্বপ্নের পিছুটান শুনতে কী পাও?

চেয়ে দেখ ঐ দূর আকাশে জোছনারা ভাসে

এই মন একলা এই ক্ষনে তোমার খোঁজে।


DOWNLOAD  LINK : http://www.mediafire.com/file/nnwt5eo21wvhdp9/Radioactive_-_Tobuo_Jochona%282%29.mp3

Dure Chole Jao [দূরে চলে যাও] BY PORAHO

দূরে চলে যাও
আমাকে কাঁদাও 
আবারো তুমি ভুলে যেতে 
মিশে মোহনায় আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার
আবারো তুমি ভুলে যেতে পারো
 মিশে মোহনায় আলোকিত সবই দূরে
 
 জলে স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো অন্য কারো হবে যদি
আজ মিশে থাকা তোমার ভালোলাগা আনমনে যাই
 তোমারি আশায় তোমার ভালো লাগা আনমনে যাই সয়ে


যাও যত দূর আমারইতো ভূল
তোমার দুরে থাকা আমার ভালো লাগা আনমনে যাই সয়ে
 তোমার দূরে ভালো লাগা আনমনে যাই সরে
দূরে চলে যাও আমাকে কাঁদাও
আবারো তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায় আলোকিত সবই দূরে
স্বপ্নদেখে যাও আমাকে পাবার
আবারো তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায় আলোকিত সবই দূরে
দূরে চলে যাও আমাকে কাঁদাও আবারো।.....

Eivabei Shuru [এইভাবেই শুরু By] Poraho Lyric

জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে

যেই জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সেই আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি

এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।

হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
ফিরে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মত
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো

এখানে নেই কোন বাধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি।

Sunday, September 25, 2016

Bolna [বলনা] By hridoy khan Lyric


মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।

Smritir Chhera Pata [স্মৃতির ছেড়া পাতা] শূন্য Shunno Lyric

আমি নিতে দেবো না, সময়কে এক মুঠো ভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না
পৃথিবীর সব অপার, বিস্ময় থাক আমার অ-দেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়, সময় কাব্য অ-লেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।
 
আমি দেব না পাড়ি, তোমায় নিয়ে নিষ্প্রান নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে, শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে যাওয়া, স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে, স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।


Bedona [বেদনা] - শূন্য shunno Lyric

শিরোনাম: বেদনা [Bedona]
ব্যান্ড:
শূন্য


 
তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা ।
জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।।


আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।।


তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো ।
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব ।।


তুমি চাইলে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
নোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো ।
গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,
নীলের বুকে আজ হারাবো ।।

Rajkonna (রাজকন্যা) By Studio58 & Singers Lyrics

Song Name : Rajkonna (রাজকন্যা)
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers


রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না

আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা

O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা

চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন

Hasimukh [হাসিমুখ] By Shironamhin Lyric



প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়,
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা
হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে,
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

Chai Tomay [ চাই তোমায় ] By Ibrat Tipu

চাই তোমায় প্রার্থনায়
অনুভূতির গভীর উপমায়।
সব চাওয়া তোমার বলো আমাকে
মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

জানিনা কি অনুভবে
চাঁদটাকে গল্প শোনায়।
আলোকিত সূর্য্য স্নানে
ক্লান্তিহীন তোমাকে চাই।
না বলা কথাটা
ফিরে ফিরে আসে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

স্বপ্নময় শত রঙে
দৃষ্টিহীন হৃদয় সাজায়।
বিমুগ্ধ কোন সুরে
শব্দহীন তোমাকে চাই।
অচেনা ভাবনায়
ঘিরে ঘিরে রাখে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

Shurjo [ সূর্য ] by Shironamhin Lyric

সূর্য [Shironamhin - Shurjo]

শিরোনাম: সূর্য [Shironamhin by Shurjo]
ব্যান্ড: শিরোনামহীন
অ্যালবাম: Bondho Janala
 
 অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল


গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়


কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল


কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

Andhokar ghore অন্ধকার ঘরে by পেপার রাইম


অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়…

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়

কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে

আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

আমার পথ চলা আমার পথে Amar Poth Chola Amar Pothe by Artcell

আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে
আসে স্বপ্ন হয়ে
খুজে পায় জীবনের তীর, জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে
কত সুর কল্পনা, কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় কার আহ্বান
 

আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আঁধারে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে
 

আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন ভেবে

AMAR PROTICHOBI আমার প্রতিচ্ছবি BY Aurthohin


শিরোনাম: আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন

মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে

মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে

থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ


D0WNLOAD LINK :
http://www.mediafire.com/file/besn7b8ybhchvax/Aurthohin+-+Amar+Protichchhobi+%28music.com.bd%29.mp3

Sesh Gaan [শেষ গান] - অর্থহীন By AURTHOHIN

শিরোনাম: শেষ গান [Sesh Gaan]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম:
অসমাপ্ত -১


 যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে।

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি।
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি।
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।

জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছি আমি…

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না।

হারিয়ে গেছি আমি…

অসমাপ্ত Aushomapto By Aurthohin Lyrics

শিরোনাম: Aushomapto (অসমাপ্ত)
ব্যান্ড: Aurthohin (অর্থহীন)
অ্যালবাম: Aushomapto-1
 
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।

পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।

তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।

ছেঁড়া স্বপ্ন Chera Shopno By Aurthohin Lyrics

  1. Song Name: Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) 
  2. Singer : Bassbaba - Sumon 
  3. Composer : Bassbaba - Sumon 
  4. Artist : Aurthohin 
  5. Album : Aushomapto 

    পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
    কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ

    নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
    কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ

    পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
    কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ

    মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
    কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

    চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
    বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ

    তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
    করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ

    পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
    কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

    পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
    কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

    পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
    নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

    চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
    বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

    তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
    করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

    চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
    বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

    তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
    করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

    চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
    চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

    পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
    আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

শত ডানার প্রজাপতি Shoto Danar Projapoti Lyrics

Title : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)
Artist : Arafat Mohsin (আরাফাত মহসিন)
Album : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)

 

নতুন ভোর উঠলো সুরে
নিলো তোমার ঘুমকে তুলে,
তখন আমি আলো হয়ে
ছুয়ে তোমার কপালে..।
ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে,
কুয়াশা মেখে তোমার ঠোটে
লুকোচুরি খেলে গানে..।
ছেড়ে দিয়ে নাটাই সুঁতো
উড়াই ইচ্ছে ঘুড়ি,
একে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি..।।
 একটা দুপুর রঙ্গিন সাঁজে
ডানা মেলে ওই বাতাসে,
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাঁজে..।।
 


 

Saturday, September 24, 2016

Tumi Kovu Vule Jeona EI Amay by Trilok [ তুমি কভু ভুলে যেওনা এই আমায় ] ত্রিলোক Lyric

তোমার কথা মনে করে পথে নেমেছি
সূর্যের প্রীতি রঙ্গকেরে হেটে চলেছি (২)

তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায় (২)

এ জীবন ফুড়িয়ে যাবে তুমি চলে গালে
ভবলীলা সঙ্গ হবে তোমায় না পেলে
স্বপ্নগুলো রয়ে যাবে কাগজের পাতায়
ইচ্ছেগুলো কুড়ে খাবে আমায় হতাশায়

তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায় (২)

কত নিশি জেগে আছি তোমারই অপেক্ষায়
স্বপ্ন হয়ে দেব পাড়ি তোমার ভালোবাসায়
নিশ্য আজ এই যে আমি তোমাকেই ভেবে
একবার শুধু বলে যাও ভালোবাসি হেসে

তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায় (২)

মেনে তেরি ইয়াদোপে ভাগতা রাহা
সূরাযসে কিরাণ ছিনাকার চালতা রাহা
মেনে তেরি ইয়াদোপে ভাগতা রাহা
সূরাযসে কিরাণ ছিনাকার চালতা রাহা
তুম কাভি ভূল না জানা ইয়ে মুঝকো
কিতনা পেয়ার কারতাহু তুমসে ইয়ে তুমকো পাতা হে না
 তোমায় তোমায়
ইয়ে তুমকো পাতা হে না
তোমায় তোমায় তোমায় তোমায়।

Tuesday, September 6, 2016

Oniket Prantor(অনিকেত প্রান্তর) By Artcell

তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন
অনিকেত প্রান্তর
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত
কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Mone Pore(মনে পড়ে) By Vibe From The Album Chena Jogot

কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)
কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…(২)


শিরোনামঃ মনে পড়ে
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

Bidhatari Ronge(বিধাতারই রঙে) By Vibe From The Album Chena Jogot

আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি,
প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী
তাই মেঘে ঢাকা পড়া একাকী
চাঁদের স্নিগ্ধ আভায় মাতি ।
সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনা
ব্যর্থতাকে সাধ্য নীল নদ মোহনায়
নীল নিয়ে যাচ্ছি আমি অন্য কোথায়
জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর……
আমি কোন এক পাখীর ডানায় আছড়ে পড়া রোদ ,
আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ ,
আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন
রঙে রাঙাই আমার দিন
আর অন্তহীন গ্লানির পথে পথে হাটি আমি
জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর……

শিরোনামঃ বিধাতারই রঙে
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

Odhora(অধরা) By Vibe From The Album Chena Jogot

আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ
আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ
বয়ে চলা নদীর মতো ই আমার আবেশ
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণে
আমি দিশেহারা এক পথিক, পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই,
সৃষ্টির প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমায়
বিস্তৃত নীলনদ আর দিগন্তের রক্তিম আভা
এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা
পাহাড় গড়িয়ে নেমে আসা নীড়ের মতো
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা……
বর্ণীল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার রোদে,
ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার ছুটি সেই স্বপ্নের খোঁজে।
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা……
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণে

শিরোনামঃ অধরা
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

Fossils - Husnuhana (হাস্নুহানা ) Lyrics

ও মউ তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে?

জানি না, কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে

জীবন, চলছে না আর সোজা পথে
দেখো আজ হাসি কোনো মতে
বেঁচে আছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

স্মৃতি এসে রোজ দরজাতে
করা নাড়ে আর হাত পাতে
আর ভেঙ্গে পরে কান্নাতে

উত্তপ্ত হয়ে দিশেহারা
তার ভয় হয়ে ঘর ছাড়া
দিপলায়নে আস্কারা - আমায়

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

বল ঘৃনা করবে কি প্রিয়তমা?
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজ টা দিতে জমা

এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাস্নুহানা - তাকাও!

জীবন, চলছে না আর সোজা পথে
দেখ আজও হাসি কোনো মতে
বেঁচে গেছি বলি হতে হতে

হয়ত, মরে গেলে হত বেশি ভালো
কেন এত সুখ ফেল গেল?
জীবনের সেরা স্মৃতি গুলো

এই প্রাণ এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাহাতক বল?
শেষ হয়ে গেল পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে

Band Name : Fossils
Song Name : Hashnuhana(হাস্নুহানা )

DOWNLOAD LINK :  http://www.mediafire.com/download/4f4ipjx1b6vpzm6/Hasnuhana+-+Fossils+%28OFFICIAL%29.mp3

Oviman Hazaro (অভিমান হাজারও) - Lyrics | Tahsin Ahmed

রূপকথার গল্পেরা খেলছে তোমার চোখে , 
তুমি আড়াল রাখছো কেন মন । 
পথ ভুলো মেঘেরা কি যেন কি ভেবে , 
থেমে গেছে দেখ অকারণ । 
যায়না ফেরানো নিজেকে 
মন বলে থেকে যাও না আরও , 
তোমারও কি হচ্ছে এমন , 
চোখের ভাষায় অভিমান হাজারও । 
অ ভি মান ... হাজারও ... 
মনে পরে যায় , মন রেখেছি কথায় , 
কে তুমি এলে ... কল্পনায় । 
কিছু উদাসী স্বপ্ন , 
নীলিমায় কেন আজ আমায় ছুঁয়ে যায় । 
যায়না ফেরানো নিজেকে 
মন বলে থেকে যাও না আরও , 
তোমারও কি হচ্ছে এমন , 
চোখের ভাষায় অভিমান হাজারও । 
অ ভি মান ... হাজারও ... 
তোমাকে আজ প্রয়োজন ভীষণ , 
ভেতর বাহির জুড়ে সত্য এতাই ... 
হারিয়ে ফেলেছি , আমাকেই আমি ...
হোক না... তাই ... তুমি ঠিক তাই । 
যায়না ফেরানো নিজেকে 
মন বলে থেকে যাও না আরও , 
তোমারও কি হচ্ছে এমন , 
চোখের ভাষায় অভিমান হাজারও । 
অ ভি মান ... হাজারও ... 
রূপকথার গল্পেরা খেলছে তোমার চোখে , 
তুমি আড়াল রাখছো কেন মন । 
পথ ভুলো মেঘেরা কি যেন কি ভেবে , 
থেমে গেছে দেখ অকারণ । 
যায়না ফেরানো নিজেকে 
মন বলে থেকে যাও না আরও , 
তোমারও কি হচ্ছে এমন , 
চোখের ভাষায় অভিমান হাজারও । 
অ ভি মান ... হাজারও ... ( ২ বার ) 
                                                                      Oviman Hazaro 
Singer : Tahsin Ahmed
Lyric : Anwar Hossain Ador
Tune : Tahsin Ahmed
Music : Tahsin Ahmed
Album : Oviman Hazaro

Friday, September 2, 2016

নিকৃষ্ট ৩ Nikkristho 3 By Aurthohin

তুমি মরে গেলেও থামবোনা আমি!

খানকি মাগি এখন থামো!
মিথ্যে কান্না অনেক হলো
কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা;
দুই পয়সার হ্যোর, তোমায় আমি চুদি না!
.
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
.
তোমার চোখে রঙিন চশমা
পৃথিবীটা ছিলো মিথ্যে কান্না
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে
হয়েছিলো কবর মাটির বিছানা!
.
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
.
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
তুমি নিকৃষ্ট !!!
.
হেয় খানকি মাগি যাচ্ছো কোথায়?
আমার কথা শেষ হয় নাই!
তুমি মরলেও থামবোনা আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে,
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি মুত্র দিয়ে!
.
কারণ তুমি অমানুষ!!!
ওয়াক থু!
তুমি অমানুষ!
তুমি নিকৃষ্ট !!!
.
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
.
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ!
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত!
.
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে অন্ধের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট!
তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে....
নিকৃষ্ট!!!
.
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !!
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে!!
.
তুমি নিকৃষ্ট |||
ওয়াক থু!!!

Download Link :
 http://www.mediafire.com/download/9c1dkh1kxdedtj5/Nikkrishto_3_-_Aurthohin%5B1%5D.mp3
 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator