কেন এতো
দিন পরে ,
আজ তোমায় মনে পরে ,
আমি কাঁদি
নতুন করে ,
সে তোমার ছবি ধরে ।
আমার
লাগছে যে অসহায় , একলা এই না ঘরে ,
তুমি
রেশমি বিছানায় , ডুবে আছো কার আদরে ।
আজ তুমি রাতের তারা , তবু আমি আলোহারা ,
তোমায় দেয়
কে পাহারা , আমি দূরে দিশেহারা ।
আমার হয়না
ছোঁয়া তোমায় , স্বপ্ন কেনার দরে ,
তুমি নতুন
ঠিকানায় ,
সুখ খুঁজো কার
গভীরে ।
আজ বলবো
কি যে তোমায় , তুমি অনেক ভালো থেকো ,
আমি আমার
মতো না হয় ,
প্লিজ,নিজের
খেয়াল রেখো ।
2 comments:
xoooooo
একজনকে অনেক বেশী ভালোবাসি যদিও মনের কথাটা বলতে পারিনি সে আমার ভাবনায় থাকে চেষ্টা করি না ভাবতে তবুও ভাবনাতে চলে আসে এবার ভাবছি তাকে বলে দিব মনের কথা কিন্ত কপাল খারপ বলার আগে সে বলে দিল এমন কিছুই বলনা যেটা শুনে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আর সেই কারনে বুকের কথা গুলো চাপ পরে গেলে হৃদয়ের মাঝে
Post a Comment