Sunday, October 22, 2017

Please Nijer Kheyal Rekho ( প্লিজ,নিজের খেয়াল রেখো ) Bangla Lyrics - Miftah Zaman


কেন এতো দিন পরে , আজ তোমায় মনে পরে , 
আমি কাঁদি নতুন করে , সে তোমার ছবি ধরে ।
আমার লাগছে যে অসহায় , একলা এই না ঘরে , 
তুমি রেশমি বিছানায় , ডুবে আছো কার আদরে । 
 আজ তুমি রাতের তারা , তবু আমি আলোহারা , 
তোমায় দেয় কে পাহারা , আমি দূরে দিশেহারা । 
আমার হয়না ছোঁয়া তোমায় , স্বপ্ন কেনার দরে , 
তুমি নতুন ঠিকানায় , সুখ  খুঁজো কার গভীরে । 
আজ বলবো কি যে তোমায় , তুমি অনেক ভালো থেকো ,
আমি আমার মতো না হয় , 
প্লিজ,নিজের খেয়াল রেখো । 
অনেজ ভালো থেকো , নিজের খেয়াল রেখো , নিজের খেয়াল রেখো ।

2 comments:

All In One said...

xoooooo

Unknown said...

একজনকে অনেক বেশী ভালোবাসি যদিও মনের কথাটা বলতে পারিনি সে আমার ভাবনায় থাকে চেষ্টা করি না ভাবতে তবুও ভাবনাতে চলে আসে এবার ভাবছি তাকে বলে দিব মনের কথা কিন্ত কপাল খারপ বলার আগে সে বলে দিল এমন কিছুই বলনা যেটা শুনে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আর সেই কারনে বুকের কথা গুলো চাপ পরে গেলে হৃদয়ের মাঝে

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator