Sunday, October 22, 2017

Tup Tap ( টুপ টাপ ) Bangla Lyrics - Dhaka Attack | Arijit Singh & Somlata

টুপ-টাপ-গুপ-চুপ-চাপ
টুপ-টাপ-খুব-চুপ-চাপ
আমি জানি একা নদী ,
অভিমানী তার চোখ ,
সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
ঘুম ঘুম মৌসুম ,
ঘুম সুম এই মর্সুম ।
আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা... তা ,
মুঠোর বাগান । 
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
চাই না কোন এই খুচরো  জমানো ,
আমাদের ফেলে আসা ভুল ...
অজানা কত কষ্টরা যত ,
হয়ে অবুঝ  আঙুল আঙুল ।
হুম... আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা...তা
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...এ বোবা ঠোটে থাক ... ।

3 comments:

Dark Warmer said...

The most step worried in writing music lyrics is determining the audience and the patternsOf song they experience. this facilitates in setting the situation remember, permissible language and the content material for the lyrics. the selection of a primary, over-arching subject matter then determines the general content material of the song. the method of writing lyrics involves brainstorming concept which results in composing the center statistics and factors relevant to the lyrics' storyline. a few lyric writers write and refine their lyrics each day, which improves their lyrical content material.

Visit Now

Lokkhiti- ami ki tomay khub birokto korchi lyrics said...

Ami ki tomay khub birokto korchi song tir lyrics pete amader website ghure asun
kobitalk.com

কবিতাক্ষ্য said...

Need Full Lyrics? Click here for Lokkhiti Lyrics

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator