তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।
তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।
Saturday, October 28, 2017
Anmone - Aurthohin আনমনে Lyric
যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
(হু উঃ উঃ উঃ)
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে
বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
হো...
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
ভেঙ্গে যাক
তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো
দাঁড়িয়ে আমি
তোমার হাত ধরবো বলে
(মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে) আনমনে...
উউউ..
Sunday, October 22, 2017
Mon Doriya By Papon and Dola - BANGLA MUSIC LYRICS ( মন দরিয়ায় )
ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
Tup Tap ( টুপ টাপ ) Bangla Lyrics - Dhaka Attack | Arijit Singh & Somlata
টুপ-টাপ-গুপ-চুপ-চাপ
টুপ-টাপ-খুব-চুপ-চাপ
আমি জানি একা নদী ,
অভিমানী তার চোখ ,
সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
ঘুম ঘুম মৌসুম ,
ঘুম সুম এই মর্সুম ।
আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা... তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
চাই না কোন এই খুচরো জমানো ,
আমাদের ফেলে আসা ভুল ...
অজানা কত কষ্টরা যত ,
হয়ে অবুঝ আঙুল আঙুল ।
হুম... আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা...তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...এ বোবা ঠোটে থাক ... ।
Please Nijer Kheyal Rekho ( প্লিজ,নিজের খেয়াল রেখো ) Bangla Lyrics - Miftah Zaman
কেন এতো
দিন পরে ,
আজ তোমায় মনে পরে ,
আমি কাঁদি
নতুন করে ,
সে তোমার ছবি ধরে ।
আমার
লাগছে যে অসহায় , একলা এই না ঘরে ,
তুমি
রেশমি বিছানায় , ডুবে আছো কার আদরে ।
আজ তুমি রাতের তারা , তবু আমি আলোহারা ,
তোমায় দেয়
কে পাহারা , আমি দূরে দিশেহারা ।
আমার হয়না
ছোঁয়া তোমায় , স্বপ্ন কেনার দরে ,
তুমি নতুন
ঠিকানায় ,
সুখ খুঁজো কার
গভীরে ।
আজ বলবো
কি যে তোমায় , তুমি অনেক ভালো থেকো ,
আমি আমার
মতো না হয় ,
প্লিজ,নিজের
খেয়াল রেখো ।
Tai Tomar Kheyal ( তাই তোমার খেয়াল ) Lyrics - Miftah Zaman | Boro Chele
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম ,
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম ।
মনে হয় তোমায় পেলাম ,
মনে হয় তোমায় পেলাম ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]
হয়তো তাঁরার দেশে ,
হয়তো মেঘের শেষে ,
আলো জ্বলে আলো নেভে ,
তোমার কথা ভেবে ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
Deyale Deyale ( দেয়ালে দেয়ালে ) - Lyrics | Minar Rahman
বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
।
জানো না তুমিহীনা এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না
রোদ্দুর ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা
বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু ' চোখ
ভুল সে স্বভাবে ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো ।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
।
জানো না তুমিহীনা এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না
রোদ্দুর ।
AHARE JIBON (আহারে জীবন) Lyrics - Doob | Chirkutt
কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল-ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন (x2)
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা পারিতাম, যদি পারিতাম
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল, টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি, কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা সংশয়, যা হবারই হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কনক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে নিলাম
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন (x2)
থাকো ছুঁয়ে একুল-ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন (x2)
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা পারিতাম, যদি পারিতাম
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল, টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি, কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা সংশয়, যা হবারই হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কনক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে নিলাম
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন (x2)
Wednesday, July 26, 2017
Natok - The Manager ( নাটক ) [Lyric]
তুমি বলো...
ভালোবাসা আসে ফিরে
যদি তা ভালোবাসা হয়...
আমি হারিয়ে যাই, যে পথে তুমি হারাও...
তুমি জানো...
এ’যে মিথ্যে প্রলোভন,
তবু কল্পনাতে চাই,
তুমি সত্যি হও...
আমি হারিয়ে যাই, যে পথে তুমি হারাও...
নীলিমায়! বাড়িয়ে দু’হাত যদি বলি তুমি হবে কি আমার???
যদি ভাবো লুকোচুরি খেলা, জেনে রেখো হারিয়েছ আমায়...
আমি বলি...
বেঁচে থাকা তোমাতেই...
চোখ বুজলেই,
ফিরে পাওয়া তোমাকেই...
তুমি হারিয়ে যাও, আমি যে পথে হারাই...
নীলিমায়! বাড়িয়ে দু’হাত যদি বলি তুমি হবে কি আমার??
যদি ভাবো লুকোচুরি খেলা, জেনে রেখো হারিয়েছ আমায়...
DOWNLOAD LINk IS HERE
ভালোবাসা আসে ফিরে
যদি তা ভালোবাসা হয়...
আমি হারিয়ে যাই, যে পথে তুমি হারাও...
তুমি জানো...
এ’যে মিথ্যে প্রলোভন,
তবু কল্পনাতে চাই,
তুমি সত্যি হও...
আমি হারিয়ে যাই, যে পথে তুমি হারাও...
নীলিমায়! বাড়িয়ে দু’হাত যদি বলি তুমি হবে কি আমার???
যদি ভাবো লুকোচুরি খেলা, জেনে রেখো হারিয়েছ আমায়...
আমি বলি...
বেঁচে থাকা তোমাতেই...
চোখ বুজলেই,
ফিরে পাওয়া তোমাকেই...
তুমি হারিয়ে যাও, আমি যে পথে হারাই...
নীলিমায়! বাড়িয়ে দু’হাত যদি বলি তুমি হবে কি আমার??
যদি ভাবো লুকোচুরি খেলা, জেনে রেখো হারিয়েছ আমায়...
DOWNLOAD LINk IS HERE
Tuesday, June 27, 2017
Koshto - Rafa ( কষ্ট ) Lyric
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ
চলে যাবার
তাও
যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয়
খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
কটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
Saturday, June 17, 2017
Obosh Onuvutir Deyal - অবশ অনুভুতির Artcell Lyric
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায়
মিথ্যে আগুন অন্ধকারময়
ভীড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
অনেক দুরের একলা পথে
ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে
আমার গানের শব্দ সুরের অন্তরালে
তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মতন মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি কত মিথ্যে ভয়
তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে
আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
হেটে এসে আমরা দু'জন
হারিয়েছি পথ কোথায় কখন
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দুরের আকাশ মিশে থাকে
রূপক হয়ে
তোমার জন্য বিষন্ন এক নিথর হৃদয় আমার ভেতর
দাঁড়ায় সরব একা
তোমার পৃথিবী স্বর্গের মতন
চির অদেখা
তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা……
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায়
মিথ্যে আগুন অন্ধকারময়
ভীড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
অনেক দুরের একলা পথে
ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে
আমার গানের শব্দ সুরের অন্তরালে
তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মতন মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি কত মিথ্যে ভয়
তোমার জন্য গলার ভেতর আটকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে
আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
হেটে এসে আমরা দু'জন
হারিয়েছি পথ কোথায় কখন
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দুরের আকাশ মিশে থাকে
রূপক হয়ে
তোমার জন্য বিষন্ন এক নিথর হৃদয় আমার ভেতর
দাঁড়ায় সরব একা
তোমার পৃথিবী স্বর্গের মতন
চির অদেখা
তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা……
Tuesday, June 6, 2017
Joto Durei Thako - Warfaze - যত দূরেই Warfaze Lyric
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
DOWNLOAD LINK IS HERE
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
DOWNLOAD LINK IS HERE
Jokhon Charidike (Album - Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba) যখন চারদিকে নেমে আসে আধাঁর Aurthohin Lyric
যখন চারদিকে নেমে আসে আধাঁর
চলে এসো তুমি খোলে মেঘের দুয়ার
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
যখন সুরের মাঝে আমি তোমায় খুজি
কোন এক অজানা ভুবনে হারিয়ে যাই আমি
কেউ বুঝে না আমার এই সুরের ভাষা
শুধু আমি গেয়ে যাই নিয়ে বুক ভরা ভালোবাসা
আমার গানের ভাষায় যে শুধু তোমারই ছায়া
আমার বুকের মাঝে যে শুধু তোমারই কথা
মন শুধু বলে যায় তোমার কথা যে
হয়তোবা তুমি আমার এই গান শুনবে
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
Album - Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba
DOWNLOAD LINK IS HERE
চলে এসো তুমি খোলে মেঘের দুয়ার
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
যখন সুরের মাঝে আমি তোমায় খুজি
কোন এক অজানা ভুবনে হারিয়ে যাই আমি
কেউ বুঝে না আমার এই সুরের ভাষা
শুধু আমি গেয়ে যাই নিয়ে বুক ভরা ভালোবাসা
আমার গানের ভাষায় যে শুধু তোমারই ছায়া
আমার বুকের মাঝে যে শুধু তোমারই কথা
মন শুধু বলে যায় তোমার কথা যে
হয়তোবা তুমি আমার এই গান শুনবে
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা
Album - Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba
DOWNLOAD LINK IS HERE
Tuesday, March 7, 2017
Smile David Amber Lyric
I thought that I was good as dead
But you were there,
you never let me fall
You never let me down
Was falling into blue
But now I'm falling into you
Was almost gone,
was almost swept away
But I'm back down on the ground
So before you go
Need to let you know
That our lives may change
'cause nothing ever stays the same
Though miles apart
you'll be in my heart
Though the face may fade
All those memories remain
So smile on me and say goodbye
I'll smile right back through these tears in my eyes
A hundred years or a million miles
When I think of you,
well baby I will smile
Oh yea,
ooh
I will smile, baby, I will smile
Do you remember when
We used to lie awake in bed
We used to laugh, 'cause we didn't care
It was us against the world
I always thought be
Right here,
forever holding me
But I was wrong,
now you're leaving me
And I don't know where to turn
But before you go
Need to let you know
That your face may fade
But my heart will never change
So smile on me and say goodbye
I'll smile right back through these tears in my eyes
A hundred years or a million miles
When I think of you,
well baby I will smile
Oh yea,
ooh
I will smile, baby, I will smile
I can still, still taste you on my lips
I can still feel you driving me wild
You know I'm always gonna love you
But I gotta find a way to smile
I can still, still taste you on my lips
I can still feel you driving me wild
You know I'm always gonna love you
But I gotta find a way to smile
So smile on me and say goodbye
I'll smile right back through these tears in my eyes
A hundred years or a million miles
When I think of you,
well baby I will smile
Oh yea,
Subscribe to:
Posts (Atom)