Tuesday, June 6, 2017

Joto Durei Thako - Warfaze - যত দূরেই Warfaze Lyric

চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি


চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি



DOWNLOAD LINK IS HERE



1 comments:

Dark Warmer said...

Writing song lyrics utilizes poeticGadgets like metaphors, rhymes, meter, and alliteration. metaphors are creatively included inside the songs of lyric writers to bring imagery extra powerfully to the listeners. meter and rhyme also are massive factors to be considered whilst writing lyrics to songs because they set the rhythm of the song. alliteration is an powerful poetic tool that's used in writing song lyrics to put greater emphasis on a sure verse or line in the song.

Visit Now

Post a Comment

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator