Saturday, October 28, 2017

Asomapto - Aurthohin (অসমাপ্ত) Lyrics

তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।

পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।

তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।

Anmone - Aurthohin আনমনে Lyric

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
 শুধু আমি জ়েগে থাকি 
তোমার ছবি বুকে নিয়ে 
চেয়ে থাকি আকাশের তারায় 
মিলিয়ে যায় সব যেন কোথায় 
জানি এই রাত শেষে 
ফিরবে না তুমি আর 
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি 
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি 
 মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
 কবিতা কি লেখ এখনও আমায় ভেবে 
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে 
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে 
(হু উঃ উঃ উঃ) 


বৃষ্টি ভেজা এই শরীরে 
কান্না দেখে না কেউ আমার 
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে 
পড়িনা আর সেই কবিতা 
দেখি না যে আর জোছনা 
অনুভূতিহীন দেয়ালে 
বন্দী আমি যেন একা 
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি 
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি হো... 
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে 
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে 
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে 
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে 


ভেঙ্গে যাক 
তোমার আমার মাঝের ঐ দেয়ালটা 
এই যে দেখো 
দাঁড়িয়ে আমি 
তোমার হাত ধরবো বলে 

(মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখ এখনও আমায় ভেবে বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে) আনমনে... উউউ..



Sunday, October 22, 2017

Mon Doriya By Papon and Dola - BANGLA MUSIC LYRICS ( মন দরিয়ায় )

ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...

গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA

Tup Tap ( টুপ টাপ ) Bangla Lyrics - Dhaka Attack | Arijit Singh & Somlata

টুপ-টাপ-গুপ-চুপ-চাপ
টুপ-টাপ-খুব-চুপ-চাপ
আমি জানি একা নদী ,
অভিমানী তার চোখ ,
সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
ঘুম ঘুম মৌসুম ,
ঘুম সুম এই মর্সুম ।
আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা... তা ,
মুঠোর বাগান । 
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
চাই না কোন এই খুচরো  জমানো ,
আমাদের ফেলে আসা ভুল ...
অজানা কত কষ্টরা যত ,
হয়ে অবুঝ  আঙুল আঙুল ।
হুম... আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা...তা
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...এ বোবা ঠোটে থাক ... ।

Please Nijer Kheyal Rekho ( প্লিজ,নিজের খেয়াল রেখো ) Bangla Lyrics - Miftah Zaman


কেন এতো দিন পরে , আজ তোমায় মনে পরে , 
আমি কাঁদি নতুন করে , সে তোমার ছবি ধরে ।
আমার লাগছে যে অসহায় , একলা এই না ঘরে , 
তুমি রেশমি বিছানায় , ডুবে আছো কার আদরে । 
 আজ তুমি রাতের তারা , তবু আমি আলোহারা , 
তোমায় দেয় কে পাহারা , আমি দূরে দিশেহারা । 
আমার হয়না ছোঁয়া তোমায় , স্বপ্ন কেনার দরে , 
তুমি নতুন ঠিকানায় , সুখ  খুঁজো কার গভীরে । 
আজ বলবো কি যে তোমায় , তুমি অনেক ভালো থেকো ,
আমি আমার মতো না হয় , 
প্লিজ,নিজের খেয়াল রেখো । 
অনেজ ভালো থেকো , নিজের খেয়াল রেখো , নিজের খেয়াল রেখো ।

Tai Tomar Kheyal ( তাই তোমার খেয়াল ) Lyrics - Miftah Zaman | Boro Chele


                                           এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম ,
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম ।
মনে হয় তোমায় পেলাম  ,
মনে হয় তোমায়  পেলাম  ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি । - [ ২ বার ]
হয়তো তাঁরার দেশে ,
হয়তো মেঘের শেষে ,
আলো জ্বলে আলো নেভে ,
তোমার কথা ভেবে ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি,
প্রেমের বাজি ধরিনি ।
এই ঠুনকো জীবনে ,তুমি কাচের দেয়াল ,
এক আধটু কারনে যদি হউ বেসামাল ।
মনে তাই তোমার খেয়াল ,
মনে তাই তোমার খেয়াল ।
আমি কোন মুখোশ পড়িনি ,
আমি কিছু আড়াল করি নি ।
আমি শুধু ভালোবেসেছি, 
প্রেমের বাজি ধরিনি ।

Deyale Deyale ( দেয়ালে দেয়ালে ) - Lyrics | Minar Rahman


বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা  এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা
বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু  দু ' চোখ
ভুল সে স্বভাবে ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো ।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
বলনা কেন তুমি বহুদূর ,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা  এ আমার ,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর । 


AHARE JIBON (আহারে জীবন) Lyrics - Doob | Chirkutt

কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল-ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ

আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন (x2)

আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন

আহা পারিতাম, যদি পারিতাম
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল, টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল

ছাই হয় গোধূলি, কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি

আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন

আহা সংশয়, যা হবারই হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কনক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ

মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে নিলাম

আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন... আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন (x2)
 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator