Monday, December 19, 2016

Ami Opar Hoye Bose Achhi (আমি অপার হয়ে বসে আছি) Forida Parveen Lyric

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পাড়ে লয়ে যাও আমায়।।
 
আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায় ।।
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় ।।
নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিতপবন, তাইতে দিই দোহাই
ওপারে লয়ে যাও আমায় ..........
অগতির না দিলে গতি, নামে হবে অখ্যাতি
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায় ??
ওপারে লয়ে যাও আমায় .....
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় .................

Thursday, December 15, 2016

হৃদয় জুড়ে যত ভালোবাসা - উইনিং


হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে


যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।


অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে


হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে


যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।


জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে

 
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki lyric

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।
তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা 
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।
যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

Shada (সাদা) By Tahsan Feat. Minar


তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

She Je Boshe Ache (সে যে বসে আছে) By Arnob Chowdhury Lyric


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

একা - শিরোনামহীন [ Eka - Shironamhin ] Lyric

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো

সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।

আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে


সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।

 

যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে

সূর্য - শিরোনামহীন [Shurjo by Shironamhin ] Lyric


অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল


গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়


কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল


কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

Chal Wahan Jaate Hain - Arijit Singh Lyrics

Aasman ke parre ek jahaan hai kahin
Jhooth sach ka waha qyeda hi nahi
Roshni mein waha ki alag noor hai
Saaye jismon se aage jahaan jaate hai
Chal wahan jaate hain
Chal wahan jaate hain
Pyaar karne chalo
Hum wahan jaate hain.. (2x)
Seenein se tum mere aake lagg jaao na
Darte ho kyun zara paas toh aao na.. (2x)
Dhun meri dhadkano ki suno
Chal wahan jaate hain
Chal wahan jaate hain
Pyaar karne chalo
Hum wahan jaate hain.. (2x)
Chal jaate hai..
Koi subha wahan raat se na mile
Ud ke waha chalo aao tum hum chale..
Chal jaate hai..
Koi subha wahan raat se na mile
Ud ke waha chalo aao tum hum chale..
Pankh laaya hoon main ud chalo..
Chal wahan jaate hain
Chal wahan jaate hain
Pyaar karne chalo
Hum wahan jaate hain.. (2x)

Tuesday, December 13, 2016

Fire ashona - Imran Lyric [ফিরে আসোনা] ইমরান লিরিক

স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে

কতটা কঠিন বাঁচা তুমি হীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়

কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শুণ্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে

হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যাথা দিয়ে যায়
প্রেম যে কাঁদে কি করে বোঝাই
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শুণ্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলনা আবার একসাথে

 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator