এই ব্যাস্ত শহরে
অপরিচিত ভিড়ে
হঠাৎ মনে পড়ে যায়
পুরোনো দিন কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনও একই মানুষ
এখনও বন্ধু !!!
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি
অংক বাংলা ভূগোল ... ধুর ছাই
কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনও একই মানুষ
এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে
যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
Wednesday, January 24, 2018
Saturday, January 20, 2018
NIRGHUM - ADNAN ASHIF LYRIC
চাঁদের আলোয় আলোয়
আমার মাথাটা ঘোরে
চাঁদের আলোয় আলোয়
আমার মাথাটা ঘোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
একটার পর একটা
তামাক পোড়ে
একটার পর একটা
তামাক পোড়ে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
তুমি যখন বেসেছিলে
বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি
শ্যামলা নাকি কালো
তুমি যখন বেসেছিলে
বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি
শ্যামলা নাকি কালো
এখন বিচার আচার
ভুইলা গিয়া
ও প্রানের পাখি...
আমায় অন্ধকার দিয়া
কোথায় জ্বালো আলো
তোমার কথা ভেবে ভেবে
অন্তরখানা পোড়ে
এখন তোমার কথা ভেবে ভেবে
অন্তরখানা পোড়ে
ঘুম আসেনা রাতে
আমি ঘুনাইনা ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাইনা ভোরে
দিন কাটে তোমার ছবি
মনে মনে দেখিয়া
রাতে কাটে দেবী
তোমারে নিয়া গল্প লেখিয়া
দিন কাটে তোমার ছবি
মনে মনে দেখিয়া
রাতে কাটে দেবী
তোমারে নিয়া গল্প লেখিয়া
সন্ধ্যা কাটে তোমার বিছানো
নীল বেদনার ঘোরে...
ঘুম আসেনা আমি
ঘুমাই না ভোরে
চাঁদের আলোয় আলোয় আমার
মাথাটা ঘোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুনাইনা ভোরে
ঘুম আসেনা রাতে
Monday, January 15, 2018
DEBI ADNAN ASHIF ( দেবী ) Lyric
আকাশটার সাথে নেই জানাশোনা....
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....
আমি তোমার প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের "লেনাদেনা"
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসেবের বনিবনা....
এখন এমনি করে "ভালো"
কেমনি করে "বাসি"
অন্যকোন পাখি কে...
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে "খুন" করে যেতে..........আমাকে !!!
এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বার টায় ফোন তো আর ঢোকে না...
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
মাঝরাতে তোর SMS এর Tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....
এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে "খুন" করে যেতি.............আমাকে!!!!
কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর "কৃতদাস"
ইহকালটাই করে দিতাম তোর "জান্নাতে" বসবাস.....
এখন এমনি করে "পূজো"
এমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালোছিল তুই নিজ হাতে "খুন" করে যেতি.........আমাকে!!!
DOWNLOAD LINK
Saturday, October 28, 2017
Asomapto - Aurthohin (অসমাপ্ত) Lyrics
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।
তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।
সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।
তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।
Anmone - Aurthohin আনমনে Lyric
যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আধাঁর আকাশটাকে ফেলে
শুধু আমি জ়েগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
(হু উঃ উঃ উঃ)
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে
বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
হো...
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে
ভেঙ্গে যাক
তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো
দাঁড়িয়ে আমি
তোমার হাত ধরবো বলে
(মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে) আনমনে...
উউউ..
Sunday, October 22, 2017
Mon Doriya By Papon and Dola - BANGLA MUSIC LYRICS ( মন দরিয়ায় )
ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
Tup Tap ( টুপ টাপ ) Bangla Lyrics - Dhaka Attack | Arijit Singh & Somlata
টুপ-টাপ-গুপ-চুপ-চাপ
টুপ-টাপ-খুব-চুপ-চাপ
আমি জানি একা নদী ,
অভিমানী তার চোখ ,
সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
ঘুম ঘুম মৌসুম ,
ঘুম সুম এই মর্সুম ।
আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা... তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
চাই না কোন এই খুচরো জমানো ,
আমাদের ফেলে আসা ভুল ...
অজানা কত কষ্টরা যত ,
হয়ে অবুঝ আঙুল আঙুল ।
হুম... আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা...তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...এ বোবা ঠোটে থাক ... ।
Subscribe to:
Posts (Atom)