Wednesday, January 24, 2018

SCHOOL - ARBOVIRUS LYRIC

এই ব্যাস্ত শহরে
অপরিচিত ভিড়ে
হঠাৎ মনে পড়ে যায়
পুরোনো দিন  কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনও একই মানুষ
        এখনও বন্ধু  !!!
আয় আয় বন্ধুরা ফিরে আয়
 শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি
অংক বাংলা ভূগোল ... ধুর ছাই কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনও একই মানুষ
এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

 যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময়  আমাদেরই পাশে
 আয় আয় বন্ধুরা ফিরে আয় আয় আয় বন্ধুরা ফিরে আয়
 শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
 সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়

Saturday, January 20, 2018

NIRGHUM - ADNAN ASHIF LYRIC

চাঁদের আলোয় আলোয়
আমার মাথাটা ঘোরে
চাঁদের আলোয় আলোয়
আমার মাথাটা ঘোরে

ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে

একটার পর একটা
তামাক পোড়ে
একটার পর একটা
তামাক পোড়ে

ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাই না ভোরে

তুমি যখন বেসেছিলে
বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি
শ্যামলা নাকি কালো

তুমি যখন বেসেছিলে
বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি
শ্যামলা নাকি কালো

এখন বিচার আচার
ভুইলা গিয়া
ও প্রানের পাখি...

আমায় অন্ধকার দিয়া
কোথায় জ্বালো আলো

তোমার কথা ভেবে ভেবে
অন্তরখানা পোড়ে
এখন তোমার কথা ভেবে ভেবে
অন্তরখানা পোড়ে

ঘুম আসেনা রাতে
আমি ঘুনাইনা ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাইনা ভোরে

দিন কাটে তোমার ছবি
মনে মনে দেখিয়া
রাতে কাটে দেবী
তোমারে নিয়া গল্প লেখিয়া

দিন কাটে তোমার ছবি
মনে মনে দেখিয়া
রাতে কাটে দেবী
তোমারে নিয়া গল্প লেখিয়া

সন্ধ্যা কাটে তোমার বিছানো
নীল বেদনার ঘোরে...

ঘুম আসেনা আমি
ঘুমাই না ভোরে
চাঁদের আলোয় আলোয় আমার
মাথাটা ঘোরে

ঘুম আসেনা রাতে
আমি ঘুনাইনা ভোরে
ঘুম আসেনা রাতে
আমি ঘুমাইনা ভোরে

Monday, January 15, 2018

DEBI ADNAN ASHIF ( দেবী ) Lyric

এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....

এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....

আমি তোমার প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের "লেনাদেনা"
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসেবের বনিবনা....

এখন এমনি করে "ভালো"
কেমনি করে "বাসি"
অন্যকোন পাখি কে...
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে "খুন" করে যেতে..........আমাকে !!!


এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বার টায় ফোন তো আর ঢোকে না...
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
  
মাঝরাতে তোর SMS এর Tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....

এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে "খুন" করে যেতি.............আমাকে!!!!

কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর "কৃতদাস"
ইহকালটাই করে দিতাম তোর "জান্নাতে" বসবাস.....

এখন এমনি করে "পূজো"

এমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালোছিল তুই নিজ হাতে "খুন" করে যেতি.........আমাকে!!!

DOWNLOAD LINK 
 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator