Wednesday, November 16, 2016

আমায় ছুঁয়ে বলো - Amay Chuye Bolo By Tanvir Lyric


তুমি কি জানো তোমায় ছাড়া বৃথা এ জীবন
তুমি কি বোঝ তুমি ছাড়া শূন্য এ মন
একবার বলো রবে আমার সুখে আর দুঃখে
আরো কাছে এসো
আবার আপন করো
আমায় ছুঁয়ে বল কোনদিনও যাবে না দূরে নিঃস্ব করে 

তুমি কি জানো তুমি বীনা অশান্ত হৃদয়?
তুমি কি বোঝ তুমি হীনা কত কষ্ট?
আজ বলছি তোমায় আছি তোমার জীবন মরনেও

আরো কাছে এসো
আবার আপন করো
আমায় ছুঁয়ে বল কোনদিনও যাবে না দূরে নিঃস্ব করে
অতৃপ্ত এই সময় চাইছে তোমায়
ক্লান্ত মনে শুধুই তোমার আর্তনাদ। আরো কাছে এসো
আবার আপন করো
আমায় ছুঁয়ে বল কোনদিনও যাবে না দূরে নিঃস্ব করে....



 
Copyright © LYRIC ZONE
Convert By NewBloggerTemplates Wordpress by WpThemesCreator